জনপ্রিয় প্রযুক্তি কোম্পানি অ্যাপল আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না করলেও এদিকে আইফোন এর নতুন সিরিজ নিয়ে জোরালো গুঞ্জন শুরু হয়েছে নেট দুনিয়ায়। মুঠোফোন জগতে অ্যাপলের এই নতুন সিরিজে দেখা যেতে পারে চারটি ভিন্ন ভার্সন। সেখানে আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং সর্বোচ্চ সংস্করণ হিসেবে আইফোন ১৭ প্রো ম্যাক্স থাকার সম্ভাবনা রয়েছে। তবে এবার আইফোন ১৭ প্রো ম্যাক্স এর পরিবর্তে আলট্রা এডিশনও দেখা যেতে পারে।
চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোর বরাত দিয়ে এক প্রতিবেদেন এই তথ্য জানিয়েছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।
জানা যায়, আইফোন ১৬-এর তুলনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখা যেতে পারে আইফোন ১৭ তে। নতুন এই ভার্সনে ফ্রন্ট ক্যামেরা ১২ মেগাপিক্সেল থেকে বাড়িয়ে ২৪ মেগাপিক্সেল করা হতে পারে বলে জানা গেছে, যা সেলফি ও ভিডিওর মান উল্লেখযোগ্যভাবে উন্নত করবে।
এছাড়া, পেছনের ক্যামেরায়, বেস মডেলে থাকতে পারে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে প্রধান সেন্সরটি হতে পারে ৪৮ মেগাপিক্সেল। অন্যদিকে, আইফোন ১৭ প্রো ম্যাক্স-এ থাকতে পারে ট্রিপল ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা প্রাইমারি, আল্ট্রা-ওয়াইড ও টেলিফটো, এবং এতে ৮কে রেজ্যুলেশনে ভিডিও রেকর্ডিং করার সুবিধাও থাকতে পারে।
ডিজাইনের দিক থেকে, অ্যাপল পুরো আইফোন ১৭ সিরিজে আবারো অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহারের পরিকল্পনা করছে বলে জানা গেছে। এই পরিবর্তনের মাধ্যমে ফোনটির ওজন কমানোর ক্ষেত্রেও আশাবাদী প্রতিষ্ঠানটি।
পূর্বের সিরিজগুলোর ধারাবাহিকতা অনুসারে অ্যাপল সাধারণত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নতুন আইফোন উন্মোচন করে থাকে। সাধারণত সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের সোমবার, মঙ্গলবার বা বুধবারে তাদের মূল ইভেন্ট হয়।
এই ধারা অব্যাহত থাকলে, ধারণা করা হচ্ছে আসছে সেপ্টেম্বরের ৮ থেকে ১০ তারিখের মধ্যে আইফোন ১৭ সিরিজের ঘোষণা আসবে। এরজন্য প্রি-অর্ডার শুরু হতে পারে ১২ সেপ্টেম্বর শুক্রবার থেকে এবং বাজারে বিক্রি শুরু হতে পারে ১৯ সেপ্টেম্বর শুক্রবার থেকে।
দামের দিক থেকে, আইফোন ১৭ প্রো ম্যাক্সকে এই সিরিজের সবচেয়ে উন্নত ও দামি মডেল হিসেবে ধরা হচ্ছে। যুক্তরাষ্ট্রে এটি বিক্রি হতে পারে আনুমানিক ২,৩০০ ডলারে, ভারতে এর সম্ভাব্য মূল্য হতে পারে ১,৬৪,৯০০ রুপি, আর দুবাইয়ে দাম হতে পারে প্রায় ৫,৩৯৯ দিরহাম।


