আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন।
তিনি জানান, এ বছর ঢাকা মহানগরীর ২৫৪টি পূজামণ্ডপকে ভক্তদের উপস্থিতি ও গুরুত্ব বিবেচনা করে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে দিনরাত ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও, সিসিটিভি ক্যামেরা ও আর্চওয়ের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, এক্সপ্লোসিভ রিকভারি অ্যান্ড বম্ব ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড এবং ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
বিজয়া দশমীর বিসর্জন শোভাযাত্রার জন্যও ডিএমপি পৃথক নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে। এই শোভাযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হবে। ডিএমপি কমিশনার বলেন, এবারের পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবং ভুল বা অপতথ্য ছড়ানো রোধে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই বছর আগের চেয়েও সুন্দর ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
ডিএমপি কমিশনার পরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


