ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের পদায়ন

0
23

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চারজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক আদেশে এই পদায়নের ঘোষণা দেওয়া হয়।

পদায়নকৃত কর্মকর্তারা হলেন: 

ফারজানা হোসেন: প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ।
নুরজাহান লাবনী: পিওএম-পশ্চিম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন।
মো. আশরাফুল ইসলাম: মিরপুর বিভাগের পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ।
আব্দুল্লাহ আল ইমরান: তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন।

এই পদায়নের মাধ্যমে ডিএমপির বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের নতুনভাবে স্থানান্তর করা হয়েছে।