ভোলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হামলা, পৌরসভার ৩ গাড়িতে অগ্নিসংযোগ

0
17

ভোলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বিক্ষুব্ধ দখলকারীদের হামলায় ভোলা পৌরসভার তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) রাতে শহরের নতুন বাজার চত্বরে এই হামলার ঘটনা ঘটে।

পৌর কর্তৃপক্ষ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোলা পৌরসভার পক্ষ থেকে নতুন বাজার এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় প্রায় ১০ থেকে ১২টি দোকান গুড়িয়ে দেয় পৌরসভার অভিযান দল।

অভিযানের সময় বিক্ষুব্ধ দখলকারীরা হামলা চালিয়ে পৌরসভার তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে পৌরসভার গাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, “ঘটনার তদন্ত চলছে। যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

ভোলা পৌরসভার প্রশাসক মিজানুর রহমান বলেন, “অবৈধ স্থাপনা উচ্ছেদে গেলে একদল দুষ্কৃতকারী আমাদের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

এদিকে, উচ্ছেদকৃত স্থানটি নিয়ে দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা সংসদ ও ভোলা পৌরসভার মধ্যে মালিকানা বিরোধ চলে আসছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় ফুটপাত দখল করে একটি ক্ষুদ্র ব্যবসায়ী চক্র অবৈধভাবে দোকান স্থাপন করেছিল।

স্থানীয়রা সরকারি সম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।