শরীয়তপুরের জজিরা উপজেলায় মসজিদ নির্মাণ নিয়ে আধিপত্য বিস্তারের জেরে সোমবার (৩ নভেম্বর) দুপুরে ককটেল বিস্ফোরণ এবং দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়।
ঘটনাটি উপজেলার পশ্চিম নাওডোবা ইউনিয়নের লতিফ ফকিরের কান্দি এলাকায় ঘটেছে, যেখানে অর্ধ শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম বেপারীসহ পড়ে আহত হন বিভিন্ন ব্যক্তি। আহতদের স্থানীয় জজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, গুরুতর আহত কাশেম বেপারীকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
বিরোধের পেছনে রয়েছে সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বেপারী ও সাবেক ইউপি সদস্য লতিফ ফকিরের মধ্যে দীর্ঘদিন থেকে আধিপত্য বিস্তার। লতিফ ফকির বলছেন, তিনি মসজিদ নির্মাণে বাধা দেননি এবং তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। অন্য দিকে কাশেম বেপারীর ছেলে লিখন আহমেদ দাবি করেছেন, তাদের উপর হামলা হয়েছে এবং তারা মামলা করবে।
পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে।