মানিকগঞ্জের সিংগাইরে কৃষকদের তালিকা নেই, ধান কিনতে পারছে না খাদ্য গুদাম

0
145
ছবি: সংগৃহীত

সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু হলেও মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এখনো ধান কেনা শুরু করতে পারছে না খাদ্য অধিদপ্তর । মূলত কৃষকদের তালিকা প্রস্তুত না থাকায় এ জটিলতা সৃষ্টি হয়েছে। ফলে, সরকারি খাদ্য গুদাম খালি থাকলেও কৃষকদের কাছ থেকে ধান কেনা সম্ভব হচ্ছে না।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে জানা গেছে ,এ বছর সিংগাইরে কৃষকদের নিকট থেকে ৩৬ টাকা কেজি দরে ৫৫৪ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ২৪ এপ্রিল থেকে দেশের বিভিন্ন স্থানে ধান কেনা শুরু হলেও এ উপজেলায় তা হয়নি। কৃষি অফিস থেকে হালনাগাদ কৃষকদের তালিকা সরবরাহ করলে সেই অনুযায়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কৃষকদের নিকট থেকে ধান ক্রয় করবে।

এ মৌসুমে তা ভেস্তে যেতে বসেছে। সরকারি মূল্য তালিকার চেয়ে বর্তমান বাজার মূল্যে ধানের দাম বেশি হওয়া এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অনেকে মনে করছেন। তাই পূর্বের তালিকা অনুযায়ী চলতি মৌসুমে ধান কেনা সম্ভব হচ্ছে না ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ফারুক চৌধুরী বলেন, আমরা সঠিক সময়ে কৃষকদের হালনাগাদ তালিকার জন্য কৃষি অফিসকে মৌখিকভাবে জানিয়েছি। কিন্তু তারা এখনো আমাদেরকে তালিকা সরবরাহ করেননি। তাই আমরা ধান কেনা শুরু করতে পারিনি।

অন্যদিকে, উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল বাশার চৌধুরী বলেন, খাদ্য অফিস থেকে আমাদেরকে লিখিতভাবে না জানানোর কারণে হালনাগাদ কৃষকদের তালিকা সরবরাহ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ বলেন, চিঠির অজুহাতে পরষ্পর বিরোধী বক্তব্য ঠিক না। আমি দু’অফিসকেই বলব যাতে দ্রুত করা যায়। তাছাড়া ধান কেনা একটা চ্যালেঞ্জিং কাজ, তারপরও চেষ্টা তো করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here