চট্টগ্রামের বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

0
21

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ মোহাম্মদ জয়নাল (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।

জানা গেছে, বোয়ালখালী উপজেলার ৭নং চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপ এলাকায় এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় জয়নালের কাছ থেকে ৭৩ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন, ১টি চাকু এবং নগদ ২ হাজার ৫৮২ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত জয়নাল ওই ইউনিয়নের পূর্ব চরণদ্বীপ ৮ নম্বর ওয়ার্ডের খলীল তালুকদার বাড়ির আলী মদনের পুত্র।

ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ বলেন, মাদক বিক্রির সাথে জড়িত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত মালামালসহ জয়নালকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, সন্ত্রাস, মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।