ধলঘাটায় ডাকাত আস্তানায় পুলিশের অভিযান: তাজা গুলিসহ গ্রেপ্তার ১

0
34

কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে ডাকাতদের আস্তানায় অভিযান চালিয়ে একজনকে তাজা গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক জানান, ২৬ অক্টোবর ভোররাতে উপজেলার ধলঘাটা ইউনিয়নের ডাকাত ফজল কাদেরের আস্তানায় পুলিশ অভিযান চালায়। অভিযান চলাকালে ফজল কাদেরসহ অপর সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে পালিয়ে গেলেও ধলঘাটার উত্তর মুহুরী গুনাই এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র অহিদুল কাদের (৪০)-কে তাজা গুলিসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অহিদুল কাদেরকে প্রধান আসামি করে মহেশখালী থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, এলাকাবাসীর অভিযোগ রয়েছে যে, উক্ত ফজল কাদের ডাকাতের নেতৃত্বে ধলঘাটায় প্রজেক্ট দখল, লবণ ডাকাতি, মাছ ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছে। ভুক্তভোগী জনগণ দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।