দীর্ঘ  নয় বছর পর ঢাকায় আসছেন অরিজিৎ সিং

0
22

দীর্ঘ নয় বছর পর আবারও ঢাকার মঞ্চে উঠছেন ভারতীয় সংগীততারকা অরিজিৎ সিং। যে গানে প্রেম, বেদনা আর জীবনের গল্প একাকার হয়ে যায়—সেই সুরেই এবার মাতবেন বাংলাদেশের শ্রোতারা।

অরিজিৎ সিংয়ের এই বহুল প্রতীক্ষিত কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন ও টিকিট টুমোরো। ইতিমধ্যে আয়োজক প্রতিষ্ঠানগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টের প্রচারণা শুরু করেছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কবে, কোথায় এবং কীভাবে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শিগগিরই তারা বিস্তারিত জানাবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ কনসার্টে সর্বশেষ ঢাকার আর্মি স্টেডিয়ামে পারফর্ম করেছিলেন অরিজিৎ সিং। সেই স্মৃতি এখনও তাজা দেশের অসংখ্য ভক্তের মনে।

এবারও ‘তুম হি হো’, ‘চান্না মেরেয়া’, ‘গেরুয়া’–এর মতো জনপ্রিয় গানগুলো সরাসরি শোনার জন্য অধীর অপেক্ষায় সংগীতপ্রেমীরা।