ইসরায়েলে ফিলিস্তিনি বন্দীর ওপর নির্যাতনের ভিডিও ফাঁস: সাবেক সেনাপ্রসিকিউটর গ্রেপ্তার

0
19

ইসরায়েলি সেনাদের ফিলিস্তিনি বন্দীর ওপর নির্যাতনের একটি ভিডিও ফাঁস হওয়ার পর, ইসরায়েলি পুলিশ দেশের সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল পদের প্রসিকিউটর ইয়াফাত তোমের-ইয়েরুশালমিকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারির খবর সোমবার (৩ নভেম্বর) রাত ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়।

অপরাধ সম্বন্ধিত ভিডিওটি অনলাইনে প্রকাশিত হলে ব্যাপক সামাজিক ও রাজনৈতিক সমালোচনা সৃষ্টি হয়। ভিডিও ফাঁসের পর ইয়াফাত তোমের তার পদ থেকে পদত্যাগ করেন এবং কিছু সময় নিখোঁজ থাকেন। ভিডিওতে দেখা যায়, কয়েকজন সৈন্য এক ফিলিস্তিনি বন্দীকে পৃথক স্থানে নিয়ে গিয়ে ঘিরে রেখেছেন, সেখানে একটি কুকুরও রয়েছে। তারা দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম ব্যবহার করে তাদের কার্যক্রম গোপন করার চেষ্টা করেন, যাতে কেউ এটা দেখতে না পারে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে “রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে জনসংযোগের ওপর সবচেয়ে তীব্র আক্রমণ” হিসেবে আখ্যায়িত করেছেন। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল-জাজিরার নব কন্ঠস্বর নউর ওদেহ বলেন, সাবেক প্রসিকিউটর ইয়াফাত তোমেরের আটক ইসরায়েলে একটি “রাজনৈতিক ও আইনি ঝড়” তৈরি করেছে। তবে তিনি মনে করেন, অতিরিক্ত মনোযোগ গ্রেপ্তারের ব্যক্তিগত ঘটনাটিতে যেন মূল ঘটনা থেকে নজর সরিয়ে দেয়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের কারাগারে অন্তত ৭৫ জন ফিলিস্তিনি বন্দী মারা গেছেন।

সূত্র: আল জাজিরা