নীরবতা ও ব্যক্তিত্বের দৃঢ়তা নিয়ে সাদিয়া জাহান প্রভার ইঙ্গিতপূর্ণ পোস্ট

0
28

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। জীবনের উত্থান-পতন ও ব্যক্তিগত কঠিন সময় সাহসের সঙ্গে মোকাবিলা করে তিনি অভিনয় এবং ব্যক্তিত্বের দৃঢ়তায় নিজের অবস্থান ধরে রেখেছেন। দীর্ঘ অভিনয় জীবনে যেমন তিনি অভিনয়ের জন্য আলোচিত হয়েছেন, তেমনি ব্যক্তিগত জীবনে বিতর্ক ও নীরবতাও তার সঙ্গী হয়েছে।

এই প্রেক্ষাপটে, গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রভা একটি সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবনা প্রকাশ করেন। তার সেই পোস্টে তিনি লেখেন: “যে ভদ্র সে, ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়। আর অভদ্র মানুষটা ভাবে, ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই!”

মাত্র কয়েকটি বাক্যেই প্রভা যেন এক তীক্ষ্ণ সামাজিক বাস্তবতাকে তুলে ধরেছেন। তার এই বক্তব্য ইঙ্গিত দেয় যে, ভদ্রতা বা নীরবতা কখনো কখনো দুর্বলতা নয়, বরং আত্মনিয়ন্ত্রণ ও মহত্ত্বের বহিঃপ্রকাশ। আর এটিকে যারা ভুল বোঝেন, তারা মূলত সমাজের অভদ্র অংশ।

এই পোস্টটি প্রকাশের পরপরই এটি দ্রুত প্রভা অনুরাগীদের মাঝে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে ভক্তরা প্রভার প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন। অনেকে মন্তব্য করেছেন, “প্রভার কথায় আজকের সমাজের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।” আবার কেউ কেউ লিখেছেন, “ভদ্রতা আজ দুর্বলতা ভেবে ভুল করছে অনেকে।”

দীর্ঘ ক্যারিয়ারে প্রভা প্রমাণ করেছেন যে, সমালোচনা ও নীরবতার চাপকে তিনি আলাদাভাবে মোকাবিলা করতে জানেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি নিজের ব্যক্তিগত ভাবনা প্রকাশে সর্বদা সাহসী।

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে সাদিয়া জাহান প্রভার অভিনয় জগতে প্রবেশ। অল্প সময়ের মধ্যেই নাটকে তিনি নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেন। অভিনয়ের পাশাপাশি নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও গড়ে তুলেছেন তিনি, এ বিষয়ে নিউ ইয়র্কের দ্য মেকআপ একাডেমি থেকে পেশাদার প্রশিক্ষণ নিয়েছেন।

এ বছর প্রভা প্রথমবারের মতো দুইটি সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন: ১. সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’ ২. ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’

বর্তমানে এই দুটি সিনেমার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই জনপ্রিয় অভিনেত্রী।