ময়মনসিংহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল ও গরু আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৭১ লাখ টাকার বেশি।
বিজিবি জানিয়েছে, ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা—শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর, শ্রীবরদী উপজেলার রাজাপাহাড় এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া ও গাবরাখালী নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে কাভার্ডভ্যান ভর্তি করে অবৈধভাবে ভারতীয় মালামাল ও গরু পাচারের চেষ্টা করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে: ১টি কাভার্ডভ্যান, ১টি ব্যাটারিচালিত ইজিবাইক, বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, প্যান্টের কাপড়, ফেসওয়াশ, সাবান ও গরু আটক করে।
বিজিবি’র অভিযানে আটককৃত এসব ভারতীয় মালামাল, গরু ও যানবাহনের আনুমানিক মূল্য ৭১ লাখ ৬ হাজার ৬০০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে।