দিনাজপুরে মিনিবাস–অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের চার নারী নিহত

0
11

দিনাজপুরের সদর উপজেলায় মিনিবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার নারী নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে দশমাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সদর উপজেলার কমলপুর ইউনিয়নের কুতইড় মাঝাপাড়া গ্রামের মর্জিনা, তানজিমা, সুমী আক্তার ও সাদিয়া। তারা পরস্পরের জা বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক ও এক শিশুকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দশমাইল হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রেজাউল করিম জানান, নিহতরা অটোরিকশাযোগে কাহারোল উপজেলার কান্তজীউ মন্দিরে রাসমেলা দেখতে যাচ্ছিলেন। পথে নাসিব পরিবহনের একটি মিনিবাসের সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মহাসড়কের দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ক্ষুব্ধ স্থানীয়রা সড়কে ব্যারিকেড দেন।

দিনাজপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা ওবাইদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে তারা তিনজনের মরদেহ উদ্ধার করেন। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।