তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন। পাত্র শুভংকর সেন—যিনি পেশায় মডেল এবং চাকরিজীবী। সোমবার (২৪ নভেম্বর) তাদের বিয়ে সম্পন্ন হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে এক সংবাদমাধ্যমকে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন গায়িকা পূজা।
পূজা জানান, প্রায় এক বছর আগে তাদের পরিচয় এবং বন্ধুত্বের শুরু। পরে দুই পরিবারকে বিষয়টি জানানো হলে পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনের নতুন পথচলায় সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন তিনি।
বর্তমান প্রজন্মের জনপ্রিয় গায়িকাদের মধ্যে অন্যতম পূজা। তার গাওয়া বহু গান ইউটিউবে কোটি ভিউ অতিক্রম করেছে। গত বছর তিনি জানিয়েছিলেন—তার সফল গানগুলোর বেশিরভাগই অডিওর একক গান, কোনো প্লে-ব্যাক নয়; মিশ্র অ্যালবামে প্রকাশিত গানগুলোই তাকে জনপ্রিয়তার শীর্ষে তুলেছে।
তার কোটি ভিউ অতিক্রান্ত কিছু জনপ্রিয় গানের মধ্যে রয়েছে—
তুমি দূরে দূরে আর থেকো না (৮৪ মিলিয়ন)
এত কাছে (৪১ মিলিয়ন)
চুপি চুপি (৪০ মিলিয়ন)
একটাই তুমি (৩৪ মিলিয়ন)
তোমার আমার ভালোবাসা (৩১ মিলিয়ন)
তুমি ছাড়া (৩০ মিলিয়ন)
কেন বারে বারে (২৭ মিলিয়ন)
মানে না মন (১৫ মিলিয়ন)
তোমায় ছেড়ে (১০ মিলিয়ন)
সাত জনম (১০ মিলিয়ন)


