চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার গয়েশপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে শহিদুলসহ পাঁচ–ছয়জন বাংলাদেশি ৭০ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের ভেতরে প্রবেশ করলে বিএসএফের ৩২ ব্যাটালিয়নের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান শহিদুল। তার সঙ্গে থাকা অন্যরা দ্রুত দেশে ফিরে আসতে সক্ষম হন।
বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, সীমান্ত পিলারের প্রায় ৫০ গজ ভারতের ভেতরে এ ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, নিহতের মরদেহ ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে।