গাজায় তীব্র অপুষ্টিতে পাঁচ বছরের নিচে ৯ হাজারের বেশি শিশু

0
8

গাজায় পাঁচ বছরের কম বয়সি অন্তত ৯ হাজার ৩০০ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। শনিবার (২৯ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, শীতের শুরু, রোগব্যাধির বিস্তার ও অনিরাপদ আশ্রয়ের কারণে এসব শিশুদের মৃত্যঝুঁকি ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে।

ইউনিসেফ জানায়, তাদের নিজস্ব ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে অক্টোবর মাসে পরিচালিত পুষ্টি–স্ক্রিনিংয়ে পাঁচ বছরের নিচে এই বিপুল সংখ্যক শিশুর তীব্র অপুষ্টি ধরা পড়ে।

বিবৃতিতে বলা হয়, গাজার সীমান্তে বিপুল পরিমাণ শীতবস্ত্র, কম্বল ও জরুরি ত্রাণসামগ্রী আটকে থাকায় হাজারো বাস্তুচ্যুত পরিবার মানবেতর পরিস্থিতিতে অস্থায়ী তাঁবুতে দিন কাটাচ্ছে। বৃষ্টি ও ঝড়ের কারণে এসব বসতিতে পয়োনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে, নোংরা পানি ও বর্জ্য ঢুকে পড়েছে আশ্রয়স্থলে। এতে ডায়রিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণসহ বিভিন্ন রোগের ঝুঁকি বহুগুণ বেড়েছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, “আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও গাজায় পাঁচ বছরের নিচে হাজারো শিশু এখনও তীব্র অপুষ্টিতে ভুগছে। আরও বহু শিশু রয়েছে যথাযথ আশ্রয়, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও শীত থেকে রক্ষার সামগ্রী ছাড়াই।”

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্যানুসারে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইউনিসেফ জানায়, যুদ্ধের শুরু থেকে ২০ হাজারের বেশি শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে ৪২ হাজারের বেশি শিশু, যাদের মধ্যে অন্তত ২১ হাজার শিশু আজীবন পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে।

তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি