নিউইয়র্ককে ৫-১ গোলে উড়িয়ে ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়ন মায়ামি, মেসির রেকর্ড অ্যাসিস্ট

0
18

মেজর লিগ সকারের (এমএলএস) শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে কনফারেন্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘দ্য হেরন’রা। এই জয়ে এমএলএস কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা।

রোববার (৩০ নভেম্বর) ভোরে মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিকদের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি নিউইয়র্ক। ম্যাচে মায়ামির হয়ে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে। গোল না পেলেও সতীর্থকে দিয়ে গোল করিয়ে নতুন রেকর্ড গড়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

আলেন্দের হ্যাটট্রিক ও মেসির রেকর্ড ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মায়ামি। ১৪তম মিনিটে আলেন্দের গোলে ডেডলক ভাঙ্গে স্বাগতিকরা। এর মাত্র আট মিনিট পর জর্দি আলবার ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ৩৭ মিনিটে জাস্টিন হাক নিউইয়র্কের হয়ে একটি গোল শোধ দিলেও তা ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না।

বিরতির পর মায়ামি আরও আগ্রাসী হয়ে ওঠে। ৬৭ মিনিটে মেসির পাস থেকে গোল করেন মাতেও সিলভেট্টি। এই অ্যাসিস্টের মাধ্যমে পেশাদার ক্যারিয়ারে সর্বোচ্চ ৪০৫টি অ্যাসিস্টের অনন্য রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা। এরপর ৮৩ মিনিটে তেলাস্কো সেগোভিয়া এবং ৮৯ মিনিটে আলেন্দে নিজের হ্যাটট্রিক পূর্ণ করলে ৫-১ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত হয়।

আলবা-বুসকেটসের বিদায়ের সুর দলের এমন দুর্দান্ত জয়ের দিনেও মায়ামি শিবিরে কিছুটা বিষাদের ছায়া। মায়ামির হয়ে এটিই হতে যাচ্ছে জর্দি আলবা ও সার্জিও বুসকেটসের শেষ দিকের ম্যাচ। মৌসুমের মাঝপথেই পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন বার্সেলোনার সাবেক এই দুই তারকা। আসন্ন এমএলএস কাপের ফাইনালই হবে মেসি-সুয়ারেজের সঙ্গে তাদের শেষ ম্যাচ।

ফাইনালে প্রতিপক্ষ ও মায়ামির ইতিহাস এমএলএস কাপের ফাইনালে মায়ামির প্রতিপক্ষ কে হবে, তা নির্ধারিত হবে ওয়েস্টার্ন কনফারেন্সের ফাইনালে সানদিয়েগো এফসি ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার ম্যাচের পর। বিজয়ী দলের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে মায়ামি।

উল্লেখ্য, ২০২৩ সালে মেসি যোগ দেওয়ার পর থেকেই ডেভিড বেকহ্যামের ক্লাবটি সাফল্যের শিখরে উঠছে। এর আগে লিগস কাপ এবং এ বছর সাপোর্টার্স শিল্ড জেতার পর এবার এমএলএস কাপ জয়ের হাতছানি তাদের সামনে।