রাজবাড়ীতে গুড় কারখানায় অভিযান: রাসায়নিকসহ ১০০ মণের বেশি গুড় ধ্বংস

0
8

রাজবাড়ীর পাংশা উপজেলার একটি গুড় কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও অস্বাস্থ্যকর গুড় ধ্বংস করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে এই অভিযান পরিচালনার সময় কারখানায় গুড় তৈরিতে নিষিদ্ধ হাইড্রোজ, ইউরিয়া ও সার ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান পাংশা উপজেলার কাচারি পাড়া গ্রামের ‘কামুর দোজালি গুড় কারখানায়’ এই সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া (সামারি ট্রায়াল) পরিচালনা করেন।

যা পাওয়া গেল কারখানায় অভিযান পরিচালনাকালে আদালত দেখতে পায়, ওই কারখানাতে চিনি, পুরাতন পচা গুড় এবং মানবদেহের জন্য নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছে। এছাড়া কারখানার সামগ্রিক পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর।

গুড় তৈরির কাঁচামালের গুদাম তল্লাশি করে ফিটকিরি, ইউরিয়া এবং সালফার-ম্যাগনেসিয়াম সারের মতো বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি পাওয়া যায়।

ধ্বংস ও জব্দকৃত মালামাল জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচিত হওয়ায় অভিযানে তাৎক্ষণিকভাবে ১০০ মণের অধিক পচা গুড়, ১ বস্তা ইউরিয়া, ২০ কেজি সালফার-ম্যাগনেশিয়াম সার, আনুমানিক ২০ কেজি হাইড্রোজ এবং আনুমানিক ২০ কেজি ফিটকিরি ধ্বংস করা হয়। এছাড়া ভেজাল গুড় তৈরিতে ব্যবহৃত ৩৪ বস্তা চিনি জব্দ করা হয়েছে।

অভিযান চলাকালে গুড় কারখানার মালিক উপস্থিত না থাকায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ২৩ ও ২৫ ধারায় বিশুদ্ধ খাদ্য আদালত, রাজবাড়ীতে নিয়মিত মামলা রুজু করা হয়।

এ সময় অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান, পাংশা উপজেলা খাদ্য পরিদর্শক মো. তৈয়বুর রহমান, বিএফএসএ জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহ সহকারী মো. আবু সাইদ আলামিনসহ জেলা পুলিশ ও আনসারের চৌকস দল উপস্থিত ছিলেন।