শেষ টি-টোয়েন্টির আগে বাংলাদেশ স্কোয়াডে ফিরলেন শামীম

0
8

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিকে সামনে রেখে বাংলাদেশ দলে ফেরানো হলো শামীম হোসেন পাটোয়ারিকে। তবে তাকে জায়গা করে দিতে কাউকেই স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি। রোববার (৩০ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে দলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে স্কোয়াড থেকে শামীমকে বাদ দেওয়া নিয়ে অধিনায়ক লিটন দাস ও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মধ্যে তৈরি হয়েছিল উত্তেজনা। প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে লিটন অভিযোগ করেন, তাকে না জানিয়েই শামীমকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, “শামীম পাটোয়ারি কেন বাদ পড়েছে আমি জানি না। ও আমার গুরুত্বপূর্ণ খেলোয়াড়।”

পরবর্তীতে প্রধান নির্বাচক লিপু জানান, অধিনায়ককে জবাবদিহি করার প্রয়োজন তিনি মনে করেননি। টিম ম্যানেজমেন্ট—অর্থাৎ ক্রিকেট অপারেশন্স বিভাগ—স্কোয়াড চূড়ান্ত করেছে, এবং সেখানে কোনো ব্যাখ্যা না চাওয়ায় অধিনায়ককে বিশেষ কিছু জানানো হয়নি।

ইতোমধ্যে সিরিজের দুই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম টি-টোয়েন্টিতে বাজেভাবে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় বাংলাদেশ। এখন সিরিজের সিদ্ধান্ত হবে ২ ডিসেম্বর চট্টগ্রামে তৃতীয় ম্যাচে, যা অলিখিত ফাইনাল হিসেবে ধরা হচ্ছে।

শেষ ম্যাচের আগে ব্যাটিং লাইনআপে জাকের আলী ও নুরুল হাসান সোহানের ব্যর্থতার কারণে শামীমকে আবার দলে ডাকার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে। এমনকি একাদশেও সুযোগ পেতে পারেন তিনি।

বাংলাদেশ স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও শামীম হোসেন পাটোয়ারি।