পিছিয়ে থেকেও আলাভেসকে ৩-১ গোলে হারালো বার্সেলোনা

0
8

পিছিয়ে থেকেও দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। শনিবার (২৯ নভেম্বর) লা লিগায় আলাভেসকে ৩-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে হ্যান্সি ফ্লিকের দল। এই জয়ে রিয়াল মাদ্রিদকে সরিয়ে ফের শীর্ষস্থান দখল করে কাতালানরা।

ম্যাচের একদম প্রথম মিনিটেই কর্নার থেকে টোকা দিয়ে গোল করে বার্সেলোনাকে ধাক্কা দেন আলাভেসের ডিফেন্ডার ইবানেস। তবে দ্রুতই খেলায় ফিরে আসে স্বাগতিকরা। অষ্টম মিনিটে দানি ওলমোর কাটব্যাক থেকে দুর্দান্ত শটে সমতা ফেরান ইয়ামাল। চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ৩–০ গোলে হারের পর সমালোচনার মুখে থাকা ইয়ামাল এদিন ফিরেছেন ফর্মে।

২৬তম মিনিটে রাফিনিয়ার পাস ধরে পেনাল্টি এলাকার কাছ থেকে প্রথম ছোঁয়ায় গোল করে বার্সাকে সামনে এনে দেন ওলমো। প্রথমার্ধে দুই দলই সাতটি করে শট নিলেও বিরতির পর ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় বার্সা।

দ্বিতীয়ার্ধে কোনো লক্ষ্যে শট নিতে পারেনি আলাভেস। অন্যদিকে লেভানডোভস্কি ও ইয়ামাল একাধিক সুযোগ তৈরি করলেও আলাভেস গোলরক্ষক এগুলো ঠেকিয়ে দেন। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইয়ামালের দুর্দান্ত থ্রু পাস ধরে কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ওলমো। ফলে ৩–১ ব্যবধানে নিশ্চিত হয় বার্সেলোনার গুরুত্বপূর্ণ জয়।

এই জয়ের ফলে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।

২৯ নভেম্বর বার্সেলোনা সমর্থকদের জন্য বিশেষ একটি দিন। ১৮৯৯ সালের এই তারিখেই জন্ম নেয় কাতালান ক্লাবটি। নিজেদের জন্মদিনে তাই বিশেষ এক জয়ে উদযাপন করলো বার্সেলোনা।