হোবার্টে ওয়াশিংটন সুন্দর ঝড়ে ভারতের দাপুটে জয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা

0
18

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হলেও, দ্বিতীয় ম্যাচ জয় থেকে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। রোববার (২ নভেম্বর) হোবার্টে তৃতীয় ম্যাচে ভারত দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরায়।

অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে। জবাবে ওয়াশিংটন সুন্দর ঝড়ে ভারত ৫ উইকেটে এবং ৯ বল হাতে রেখে লক্ষ্য পূর্ণ করে জয় লাভ করে।

রানের লক্ষ্যে নেমে ভারত ১৪.২ ওভারে ১৪৫ রানে পঞ্চম উইকেট হারায়। তখনও জিততে ৪২ রান প্রয়োজন ছিল। এরপর ক্রিজে থাকা ওয়াশিংটন সুন্দর ও জিতেশ শর্মা অবিচ্ছিন্ন থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়ে দেন। ওয়াশিংটন ২৩ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৯ রান অপরাজিত থাকেন, আর জিতেশ ১৩ বলে ৩ চার করে ২২ রানে অপরাজিত থাকেন।

প্রথমদিকে অভিষেক শর্মা ২৫, শুভমান গিল ১৫, সূর্যকুমার যাদব ২৪, তিলক ভার্মা ২৯ ও অক্ষর প্যাটেল ১৭ রান করে দলের ভিত্তি গড়ে দেন।

বল হাতে ভারতীয়দের মধ্যে সেরা ছিলেন আরশদীপ সিং, ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন এবং ম্যাচসেরাও হন। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট ও শিভম দুবে ৩ ওভারে ৪৩ রান দিয়ে ১ উইকেট লাভ করেন।

অস্ট্রেলিয়ার পক্ষে টিম ডেভিড ৭৪ ও স্টয়েনিস ৬৪ রান করলেও শেষমেশ জয় ছিনিয়ে নিতে পারেনি তারা।