আর্লিং হাল্যান্ডের জোড়া গোলের মাধ্যমে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ৩-১ গোলে বোর্নমাউথকে পরাজিত করে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
গেল রবিবার ১০ ম্যাচ পর অ্যাস্টন ভিলার মাঠে হারার পর সিটির এমন জয় তাদের জন্য গুরুত্বপূর্ণ। শুরুতে বোর্নমাউথের এলি জুনিয়র ক্রুপির ৪৬ সেকেন্ডে গোল অফসাইড হওয়ায় বাতিল হয়।
১৭ মিনিটে মোক্ষম হেডে রায়ান শেরকির সহায়তায় হাল্যান্ড স্বাগতিকদের বিরুদ্ধে গোল করেন। আট মিনিট পর সমতায় ফেরে বোর্নমাউথ, যখন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা কর্নার ক্লিয়ার করতে ব্যর্থ হন এবং টাইলার অ্যাডামস সুযোগ নেন।
হাল্যান্ড আবারো শেরকির সঙ্গে চমৎকার সমন্বয়ে গোলরক্ষক জর্জি পেত্রোভিচকে কাটিয়ে নিজেদের ১৩তম গোল করেন। প্রথমার্ধে তার হ্যাটট্রিক হতো, কিন্তু বোর্নমাউথ গোলরক্ষকের চমৎকার সেভের কারণে ব্যর্থ হন।
৬০তম মিনিটে নিকো ও’রাইলি দুরন্ত এক দৌড়ে নিচু শটে তৃতীয় গোল করে ম্যাচ জয়ের মিশন নিশ্চিত করেন ম্যানচেস্টার সিটিকে।