টিভিতে মিথ্যা বক্তব্য দেওয়ায় জাবি’র অধ্যাপকের বিরুদ্ধে জামায়াত নেতার মামলা

0
17

টেলিভিশন টকশো’তে মানহানিকর ও মিথ্যা বক্তব্য উপস্থাপন করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং সিরাজগঞ্জ-২ সংসদীয় আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সদর থানা আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম শাহরিয়ার শহিদ বাপ্পি বাদীর আরজি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছেন।

মামলার এজাহারে যা উল্লেখ করা হয়েছে: মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৫ অক্টোবর গাজী টেলিভিশনের টকশো ‘টাইম লাইন বাংলাদেশে’ কাজী জেসিনের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি একটি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে দাবি করেছেন ৫ই আগস্টে পলাতক আওয়ামী লীগ নেতাদের স্ত্রীদের উপর জামায়াত নেতাকর্মীদের হক রয়েছে। মুহূর্তেই নাহরিন খানের টকশো বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ বিষয়ে অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “গত (২৫ অক্টোবর) গাজী টেলিভিশনের টকশোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান মানহানিকর বক্তব্য দিয়েছে এবং জামায়াতকে নিয়ে বাজে মন্তব্য করায় সিরাজগঞ্জ আমলি আদালতে মানহানির মামলা করেছি।”