সুদানের উত্তর করদোফানে আরএসএফের ড্রোন হামলায় ৪০ বেসামরিক নিহত

0
14

সুদানের উত্তর করদোফানের আল-লুয়াইব গ্রামে আরএসএফ (Rapid Support Forces) ড্রোন হামলায় অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার TRT World জানিয়েছে, হামলাটি অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ব্যবহৃত তাঁবুকে লক্ষ্য করে চালানো হয়। প্রাদেশিক সরকার এটিকে আরএসএফের বেসামরিক জনগণের বিরুদ্ধে ‘অপরাধের নতুন সংযোজন’ হিসেবে উল্লেখ করেছে।

সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে আরএসএফকে অবিলম্বে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করার আহ্বান জানিয়েছে। আরএসএফ নিরস্ত্র বেসামরিকদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ অস্বীকার করেছে। গত অক্টোবর থেকে উত্তর ও দক্ষিণ করদোফান থেকে নিরাপত্তাহীনতার কারণে প্রায় ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) জানিয়েছে।

আরএসএফ সম্প্রতি উত্তর করদোফানের বারা শহর দখল করেছে এবং ২৬ অক্টোবর আল-ফাশের শহর নিয়ন্ত্রণে নিয়ে সেখানে বেসামরিকদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই সংঘাত সুদানের ভৌগোলিক বিভাজন আরও বাড়িয়ে দিতে পারে।

সুদান ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে গৃহযুদ্ধে গভীরভাবে আক্রান্ত, তবে আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা এখনও পর্যন্ত যুদ্ধ বন্ধে সফল হয়নি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড