রাজধানীতে ঝটিকা মিছিলের আয়োজন ও অংশগ্রহণের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৭ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশ নেওয়া এ আটজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে সংগঠনের কর্মসূচি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় নির্দেশে কাজ করেছে বলে দাবি করেছে।
তবে এখনও গ্রেপ্তারদের নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। ডিবি জানিয়েছে, “বিষয়টি তদন্তাধীন রয়েছে, যাচাই শেষে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”
ঝটিকা মিছিলের মাধ্যমে রাজধানীতে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কায় সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের বিশেষ দল দিনরাত তৎপর রয়েছে বলে জানা গেছে।