নেপালের হিমালয়ে তুষারধসে ৫ বিদেশি পর্বতারোহীসহ নিহত ৭

0
20

নেপালের ইয়ালুং রি পর্বতে তুষারধসে সাতজন পর্বতারোহী নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন foreign climbers এবং দুইজন নেপালি গাইড রয়েছেন।

নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র শৈলেন্দ্র থাপা জানিয়েছেন, ৪৯০০ মিটার উচ্চতায় অবস্থিত বেস ক্যাম্পে তুষারধস নেমে এই হতাহতের ঘটনা ঘটে। আরও পাঁচজন আহত হয়েছেন। নিহত বিদেশি পর্বতারোহীদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

গত সপ্তাহ থেকে নেপালের পাহাড়ি এলাকায় আবহাওয়া ক্রমেই খারাপ হচ্ছে, বিভিন্ন জায়গায় তুষারঝড়ের খবর পাওয়া গেছে। উদ্ধার কর্মীরা পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। একটি উদ্ধার হেলিকপ্টারও পাঠানো হয়েছিল, তবে খারাপ আবহাওয়ার কারণে ফিরে আসতে হয়। আবহাওয়া ভালো হলে মঙ্গলবার ভোরে আবার অভিযান শুরু হবে।

ইয়ালুং রি পর্বতটির উচ্চতা ৫৬০০ মিটার, যা নবীন পর্বতারোহীদের জন্য তুলনামূলকভাবে উপযুক্ত। নেপালে বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটি অবস্থিত, যার মধ্যে Mount Everest ও রয়েছে। সাধারণত বসন্তকালকে পর্বতারোহণের প্রধান মৌসুম ধরা হয়, তবে শরৎকালেও অনেক বিদেশি পর্বতারোহী অপেক্ষাকৃত ছোট পর্বতগুলো আরোহণের জন্য নেপালে আসেন।