সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দাবিতে বিএনপির অর্ধদিবস হরতাল ও সড়ক অবরোধ

0
13

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় অর্ধদিবস হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শহিদুল আলমের কর্মী-সমর্থকরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে নলতা বাজারে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচির কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় নলতা বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। বিক্ষোভে স্থানীয় নারী-পুরুষসহ বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপির চেয়ারম্যান আজিজুর রহমান, বিএনপি নেতা এসএম হাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “জনমানুষের নেতা ও গরীবের ডাক্তার ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দিলে এ আসনটি বিএনপি হারাবে।”

বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঘোষণা দেন, দাবি আদায় না হলে মঙ্গলবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে পুনরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।