হারমানপ্রীত কৌরের নেতৃত্বে প্রথমবার নারী বিশ্বকাপ জিতল ভারত

0
12

১৯৮৩ সালের ২৫ জুন কপিল দেবের নেতৃত্বে পুরুষ ক্রিকেটে ইতিহাস গড়ার পর এবার সেই ইতিহাস নতুন করে লিখলেন হারমানপ্রীত কৌর। তার নেতৃত্বে ভারত প্রথমবারের মতো নারী ক্রিকেটে বিশ্বকাপ শিরোপা জিতেছে। রবিবার (২ নভেম্বর) ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ভারতের জয় নিশ্চিত হয়।

ভারতীয় দল ৭ উইকেটে ২৯৮ রান সংগ্রহ করে। জবাবে দক্ষিণ আফ্রিকা ৪৫.৩ ওভারে ২৪৬ রান করে অলআউট হয়।

ফাইনালের সাফল্যের প্রধান কারিগর দীপ্তি শর্মা। তিনি বল হাতে ৫ উইকেট নেন, যার মধ্যে ছিল রানসমৃদ্ধ ইনিংস খেলানো লরা উলভার্টের উইকেটও। এছাড়াও দুই উইকেট নেন ফাইনালের সেরা খেলোয়াড় শেফালি বর্মা, যিনি ব্যাটে ঝড়ো ৮৭ রানের ইনিংস খেলেন।

দীপতি শর্মা ৬০ বল মোকাবেলায় তিন চার ও এক ছক্কায় ৫৮ রান করেছেন। ঋচা ঘোষ ২৪ বলে তিন চার ও দুই ছক্কায় ৩৪ রান করেন। শুরুতে শেফালি ও স্মৃতি মান্ধান ১০৪ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত্তি দেন।

এছাড়া দক্ষিণ আফ্রিকার হয়ে লেট মিসতি খাকা তিন উইকেট নিয়ে সর্বোচ্চ অবদান রাখেন।